বাংলদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে চাকরি


বাংলদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে চাকরি


বাংলাদেশ নৌবাহিনী ২০২৫ এ কমিশন্ড অফিসার ২০২৫বি ডিইও ব্যাচে ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শেষ সময় ৩১ ডিসেম্বর, ২০২৪।


অনলাইনে আবেদন করতে ভিজিট করুনঃ https://joinnavy.navy.mil.bd


উপযুক্ততাঃ
১। শিক্ষা শাখা (বিবিধ বিষয়) - পুরুষ ও মহিলা ।
ক। শিক্ষাগত যোগ্যতা। সরকার কর্তৃক স্বীকৃত বন্য বিশ্ববিদ্যালয় হতে নিবর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান) পর মাস্টার্স। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জিপিএ-8.00, স্নাতক (সম্মান) ও মাস্টার্স উত্তর পরীক্ষার ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে। অথবা
ইংরেজী মাধ্যম এর ক্ষেত্রে ও-লেভেল এ যেকোনো ২টি বিষয়ে A হোক, যেকোনো ৪টি বিষয়ে B গ্রেড ও এ-লেভেল এ যেকোনো ৩টি বিষয়ে B গ্রেড এবং স্নাতক (সম্মান) ও মাস্টার্স উত্তর পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবেঃ
(১) বাংলা (২) ইংরেজি (৩) পদার্থ (৪) রসায়ন

খ) নিয়োগ । চূড়ান্ত মনোদন শেষে কমিশন্ড অফিসার হিসেবে 'হ্যান্ডিং সাব লেফটেন্যান্ট' পদে ৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত বা স্থায়ী করা হবে।


২। শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) - পুরুষ ও মহিলা।
ক। শিক্ষাগত যোগ্যতা। সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। অথবা, ইংরেজী মাধ্যম এর ক্ষেত্রে ও-লেভেল এ যেকোনো ৩টি বিষয়ে A গ্রেড, যেকোনো ৩টি বিষয়ে B গ্রেড ও এ-লেভেল এ যেকোনো ১টি বিষয়ে A গ্রেড, যেকোনো ২টি বিষয়ে B গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে ।

খ। নিয়োগ। চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে 'এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট' পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।








SHARE THIS
Previous Post
Next Post